সাতক্ষীরার তালায় শিক্ষার্থীদের স্বপ্ন ও মানসিকতা দৃঢ় করার লক্ষ্যে গ্রীন ম্যানের ভিন্নধর্মী আয়োজন ‘ আমার কাছে আমার চিঠি’।

বুধবার (১৮ জানুয়ারি) বেলা ১২ টায় তেঁতুলিয়ার শতদল মাধ্যমিক বিদ্যালয়ে গ্রীন ম্যান’র আয়োজনে ও মোড়ল আব্দুল জব্বার ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় শিক্ষার্থীদের স্বপ্ন ও মানসিকতা দৃঢ় করার লক্ষ্যে ‘ আমার কাছে আমার চিঠি’ শীর্ষক একটি চিঠি লেখার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

স্কুলটির প্রধান শিক্ষক কার্তিক চন্দ্র সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যক্ষ মোঃ আব্দুর রহমান (অবঃ)।

স্কুলটির শিক্ষক এনামুল কবিরের সঞ্চালনায় অনুষ্ঠিনটিতে আরও উপস্থিত ছিলেন স্কুল গভর্নিং বডির সদস্য আবু জাফর, বজলুর রহমান, মোড়ল আব্দুল জব্বার ফাউন্ডেশনের ইয়ুথ কোঅর্ডিনেটর শোয়েব আকতার শিবলী, গ্রীন ম্যানের সদস্য সুজয় চক্রবর্ত্তী, রিয়াজুল ইসলাম প্রমূখ।

গ্রীন ম্যান’র প্রতিষ্ঠাতা ইমরান রাব্বি বলেন, ‘আমার কাছে আমার চিঠি ; গ্রীন ম্যানের এমন একটি আয়োজন যা শিক্ষার্থীদের নিজেদের স্বপ্ন ও ভবিষ্যৎ নিয়ে ভাবতে শেখাবে। ‘

প্রসঙ্গত, ২০১৭ সাল থেকে ‘শান্তিতে, শিক্ষায়, সবুজায়নে আমরা ‘ স্লোগানকে সামনে রেখে কাজ করে চলেছে গ্রীন ম্যান।