খুলনা বিশ্ববিদ্যালয়ে গ্লোবাল অ্যালাইয়েন্স ইন ইমপ্রুফড নিউট্রিশন (গেইন) ও সান ইয়ুথ নেটওয়ার্ক বাংলাদেশের উদ্যোগে এবং টুওয়ার্ডস সাসটেইনেবিলিটি, টুওয়ার্ডস সাসটেইনেবিলিটি খুলনা বিশ্ববিদ্যালয় নেটওয়ার্ক, গ্রীন ম্যান, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, খুলনা বিশ্ববিদ্যালয়ের আয়োজনে খাদ্য ব্যবস্থায় তরুণ নেতৃত্ব শীর্ষক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্বোধন হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারী) বেলা ১২ টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের আচার্য প্রফুল্ল চন্দ্র রায় কেন্দ্রীয় গবেষণাগারের সম্মেলন কক্ষে এ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। টুওয়ার্ডস সাসটেইনেবিলিটির মোঃ শাহাজাদার উপস্থাপনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত, এ সময় আরও বক্তব্য দেন সহকারী ছাত্র বিষয়ক পরিচালক হাসান মাহমুদ। টুওয়ার্ডস সাসটেইনেলিবিটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক নুসরাত জাহান জুহি’র সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন গ্রীনম্যান এর প্রতিষ্ঠাতা সভাপতি ইমরান রাব্বী। এসময় আরও উপস্থিত ছিলেন তরুণ নেতৃত্ব শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার প্রশিক্ষক রাহুল বসাক।
এসময় বক্তারা খাদ্য ব্যবস্থা, খাদ্য ব্যবস্থায় তরুণ নেতৃত্বের ভূমিকা ও খাদ্য ব্যবস্থা নিয়ে কাজ করার প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করেন। এ প্রশিক্ষণে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের ৩০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করছেন।