তালায় ফুটস্টেপস্ ও গ্রীন ম্যানের উদ্যোগে স্কুল ছাত্রীদের মাঝে এসওএস বিজয়া হাইজিন কিট বিতরণ এবং মাসিক স্বাস্থ্য সুরক্ষা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারী) ফুটস্টেপস্ ও গ্রীন ম্যানের উদ্যোগে সকাল ১০ টায় এ,জে,এইচ বালিকা মাধ্যমিক বিদ্যালয় ও বেলা ২ টায় খলিলনগর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের মোট ২৭০ ছাত্রী নিয়ে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

এসময় মাসিক স্বাস্থ্য সুরক্ষার উপর আলোচনা করেন ফুটস্টেপস্ এর সুস্বাস্থ্যের অধিকার সবার – প্রকল্পের প্রকল্প সমন্বয়ক মেহনাজ রহমান।

ফুটস্টেপস্ এর সুস্বাস্থ্যের অধিকার সবার – প্রকল্পের প্রকল্প সমন্বয়ক মেহনাজ রহমান জানান, মাসিক কোনো কুসংস্কার বা লুকিয়ে রাখার বিষয় নয়। দক্ষিণাঞ্চলের কিশোরীরা মাসিককালীন সময়ে যে কুসংস্কারে আবদ্ধ থাকে তা থেকে মুক্ত করতেই আমাদের এই প্রচেষ্টা।

এসময় কর্মশালায় উপস্থিত ছাত্রীদের মাঝে বিজয়া হাইজিন কিট বিতরণ করা হয়।