সাতক্ষীরার তালায় ফুটস্টেপস্ ও গ্রীন ম্যানের যৌথ উদ্যোগে মাসব্যাপী ইফতার বিতরণ কর্মসূচী শুরু হয়েছে।
শুক্রবার (২৪ মার্চ) পবিত্র মাহে রমজান উপলক্ষে দুস্থ ও অসহায় মানুষের মধ্যে ইফতার বিতরণ কর্মসূচী শুরু করেছে ফুটস্টেপস্ ও গ্রীন ম্যান।
এই কর্মসূচীর আওতায় প্রথম রমজানে তালার শিবপুর, শাহাপুর ও মাঝিয়াড়ার ২৩ জন রোজাদারের মাঝে ইফতার পৌঁছে দেয়া হয়।
সারাদিন রোজা থেকে ঘরে বসেই সুস্বাদু সব ইফতার পেয়ে খুশি রোজাদারেরা।
এসময় ইফতার বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন গ্রীন ম্যানের ইমরান রাব্বি, এম. নাহিদ রায়হান জ্বিম, সুজয় চক্রবর্ত্তী, রাকিব হাসান প্রমূখ।