গত ২৪ ঘন্টায় সংগৃহীত অর্থের তথ্য – ক্লিক করুন

অবিরত বৃষ্টি ও ভারতের বাঁধ খুলে দেয়ায় ফেনী, হবিগঞ্জ, নোয়াখালী সহ বেশ কয়েকটি জেলা প্লাবিত হয়েছে, পানিবন্দী অবস্থায় সংকটাপন্ন সময় পার করছে হাজার হাজার মানুষ। আমাদের পার্শ্ববর্তী পাইকগাছায় বেড়িবাঁধ ভেঙে পানিতে তলিয়ে গেছে প্রায় তেরোটি গ্রাম।

এমতাবস্থায় আমাদের সকলের দায়িত্ব তাদের পাশে দাঁড়ানো, ‘গ্রীন ম্যান’ যুব সংগঠনের পক্ষ থেকে বন্যা দুর্গত এলাকায় সহায়তা পাঠানোর উদ্যোগ নিয়েছি আমরা। আমাদের সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ জরুরি। আমরা আপনাদের নিকট আহ্বান জানাচ্ছি, যথাসম্ভব বন্যার্তদের পাশে দাঁড়ান।

যেকোনো সহায়তা পাঠাতে-

  • 01715-372572
  • Bkash-Nagad-Rocket
  • (Rocket Security Code 2)
  • Registered by – M Nahid Raihan Jim

A/C name – Green Man Youth Foundation

Bank – Janata Bank Ltd.

Account Number – 0100254486749

Branch- Tala, Satkhira

আমাদের সংগৃহিত অনুদানের আপডেট গ্রীন ম্যান এর ওয়েবসাইট ও অফিশিয়াল ফেসবুক পেইজে আপডেট দেয়া হবে।

#emergencyresponse#greenman#flood#feni