বাংলাদেশে প্রথমবারের মতো বাংলায় তৈরি অন্তর্ভুক্তিমূলক জলবায়ু শিক্ষা উপকরণ ‘জলবায়ুর শব্দাবলী’ আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়েছে।

সোমবার ১৯ অক্টোবর ইন্টারন্যাশনাল সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ডেভেলপমেন্ট (আইক্যাড), ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (আইইউবি) এবং সুইডেন দূতাবাসের যৌথ আয়োজনে রাজধানীর ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির হলরুমে এই উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এই প্রকল্পটি আইক্যাড ইয়ুথ ফেলোশিপ ২৫ এর ইয়ুথ ইনোভেশন গ্রান্টসের অংশ হিসেবে যুব সংগঠন গ্রীনম্যান বাস্তবায়ন করেছে।
‘জলবায়ুর শব্দাবলী’ উদ্যোগের আওতায় সহজ ভাষায় জলবায়ু পরিবর্তনকে বোঝার জন্য এবং সকলের জন্য অংশগ্রহণমূলক করতে বাংলা বুকলেট, অডিওবুক, ব্রেইল বুক ও ইনফোগ্রাফিক ভিডিও আকারে উপকরণগুলো প্রকাশ করা হয়েছে। এর মাধ্যমে দৃষ্টি প্রতিবন্ধীসহ সমাজের সকল শ্রেণির মানুষের কাছে জলবায়ু শিক্ষা সহজলভ্য করে তোলার লক্ষ্য নেওয়া হয়েছে।
গ্রীনম্যানের প্রতিষ্ঠাতা সভাপতি ইমরান রাব্বী বলেন, “বাংলাদেশের মতো একটি দুর্যোগপ্রবণ দেশে জলবায়ুর সঠিক জ্ঞান প্রয়োগ করে কাজ করাটা খুব জরুরি। বাংলাদেশের তরুণরা উদ্যোমী, এর সাথে যদি জলবায়ু শিক্ষার মেলবন্ধন করা যায়, তবে বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় অনেকখানি এগিয়ে যাবে।”
অনুষ্ঠানে উপস্থিত বক্তারা এই উদ্যোগকে সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ উল্লেখ করে বলেন, মাতৃভাষায় জলবায়ু শিক্ষা প্রসারে এটি একটি মাইলফলক হয়ে থাকবে।