প্রকৃতির অবারিত সৌন্দর্য ভেলায় আনন্দ উপাদানের কোনো কমতি নেই। ষড়ঋতুর বাংলাদেশে ঋতু পরিবর্তনের বর্ণবিচিত্র এই ধারাপথে শীত আসে রূপ আর রসের ডালা সাজিয়ে।

শীতের মোহনীয় সৌন্দর্য ধরা পড়ে শিশিরে ভেজা সকাল বেলায়। কুয়াশার চাদরে ঢেকে থাকে চারপাশ। সবকিছু আবছা দেখায়। শীতের সকালে সূর্য আসে সুখকর উষ্ণতা নিয়ে। ঘাসের ডগায় পড়ে থাকা শিশির বিন্দুতে রোদের আলো পড়ে মুক্তার মতো চকচক করতে থাকে। উত্তর দিক থেকে হিমশীতল বাতাস বইতে থাকে। পাতা থেকে শিশির ঝরে পড়ে। চারদিক থেকে ভেসে আসে সরষে ফুলের সৌরভ।খেজুর গাছে ঝুলে থাকে রসের হাঁড়ি।

শুরু হয় পিঠা উৎসব। ভাপা পিঠা, দুধপুলি, দুধচিতই, পাটিসাপটা প্রভৃতি। রোদে বসে এসব পিঠা খাওয়াতেই যেন তৃপ্তির স্বাদ। ধীরে ধীরে বেলা বাড়তে থাকে আর শুরু হয় কর্মব্যস্ততা। শীতের সকালে প্রচন্ড শীত অনুভব হয়। কিন্তু এই হাড়কাঁপানো শীতই মানুষের মধ্যে সঞ্চার করে প্রাণচাঞ্চল্য।

শীতের আগমনের সাথে সাথে বনভূমিতে শুরু হয় হাহাকার। নদী-নালা,পুকুর, ডোবা সব শুকিয়ে যায়।পাতা ঝরে পরে। তবু শীতের একটা মাধুর্য আছে। কুয়াশাঘেরা, শিশিরভেজা সকাল আর প্রকৃতিতে আছে স্নিগ্ধতা।

লিখেছেন : মোনালিসা মিরা