Greenman


সাতক্ষীরার তালার খেশরা ইউনিয়নে সুপেয় পানির দাবিতে উঠান বৈঠক, মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৩ আগস্ট) সকালে তালার খেশরা ইউনিয়নের হরিহরনগর ও মুড়াগাছা গ্রামে সুপেয় পানির দাবিতে দুটি উঠান বৈঠক, মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচী আয়োজিত হয়, একশন এইড বাংলাদেশের গোল্ড (GOLD – Global Organizing and Leadership Development) প্রোগ্রামের আওতায় এ উদ্যোগ নিয়েছে গ্রীনম্যান।
উপকূলীয় জেলা সাতক্ষীরার মানুষ সবসময়ই নিরাপদ পানির জন্য লড়াই করে আসছে, তারই ধারাবাহিকতায় আজ খেশরা ইউনিয়নবাসী তাদের ইউনিয়নের সুপেয় পানির দাবি নিয়ে আওয়াজ উঠিয়েছে। খেশরা ইউনিয়নের অধিকাংশ পিএসএফ অকার্যকর অবস্থায় পড়ে আছে অনেকদিন যাবৎ, যা সংস্কার করলে ইউনিয়নের সহস্রাধিক মানুষের সুপেয় পানির চাহিদা পূরণ হবে।
উঠান বৈঠকে উপস্থিত নারীরা পানি নিয়ে তাদের সংগ্রামের কথা বলেন, সেখানে টিউবওয়েলের পানি লবণাক্ত, অতিরিক্ত আয়রন ও আর্সেনিকও আছে, যা পান করলে তাদের নানাবিধ শারীরিক জটিলতা দেখা যায়। তাদের পানি কিনে খেতে হয়, যে অর্থ ব্যয় অনেক পরিবারের জন্য কষ্টসাধ্য, পানি কিনে আনতেও তাদের দূর পথ পাড়ি দিতে হয় অনেক সময়। অনেকে সরাসরি পুকুরের পানি পান করছেন, হয়ত ফিটকারি দিয়ে নয়ত ফুটিয়ে। কেউবা বৃষ্টির পানি সংগ্রহ করে পান করেন, কিন্তু তা আবার পুরো বছর সংকূলান হয়না।
উঠান বৈঠক শেষে নারী ও যুবরা সুপেয় পানির দাবিতে মানববন্ধন করেন, যেখানে তারা তাদের দাবির কথা বলেন, অকার্যকর পিএসএফগুলো সংস্কারের জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানান, প্রয়োজনে তারাও অর্থ ও শ্রম দিয়ে সহযোগিতা করবে এবং সংস্কারের পর তারা তা সংরক্ষণে প্রয়োজনীয় পদক্ষেপ নিবে। পরিশেষে, তারা গণস্বাক্ষর কর্মসূচীতে অংশগ্রহণ করেন এবং সুপেয় পানির দাবি জানিয়ে সবাই স্বাক্ষর করেন। এ কর্মসূচীসমূহ বাস্তবায়নে গ্রীনম্যানের সাথে ছিলেন সহযোগী যুব সংগঠন খেশরা ছাত্র ঐক্য ফাউন্ডেশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *