তালায় হস্তশিল্পের উপর ৭ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন হয়েছে।
বৃহস্পতিবার (১৩ মার্চ) বেলা সাড়ে তিনটায় তালা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে ও গ্রীনম্যানের বাস্তবায়নে গ্রীনম্যানের প্রধান কার্যালয়ে এ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
গ্রীনম্যানের সভাপতি ইমরান রাব্বীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সঞ্জীত কুমার দাস, উপপরিচালক, যুব উন্নয়ন অধিদপ্তর, সাতক্ষীরা। এসময় তিনি গ্রীনম্যানের অন্যান্য কার্যক্রম সম্পর্কে অবগত হন ও সর্বাত্মক সহযোগিতার আশ্বাস জানান।
এসময় বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন তালা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, আশুতোষ কুমার বিশ্বাস। এসময় আরও উপস্থিত ছিলেন সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা বাবু অচ্যুত কুমার, আমিনুর রহমান এবং প্রশিক্ষক সোনালী কর।
উল্লেখ্য যে, ৩০ জন যুব ও যুব নারী এ প্রশিক্ষণে অংশগ্রহণ করছেন, যারা পরবর্তীতে হস্তশিল্পের মাধ্যমে উদ্যোক্তা হতে আগ্রহী।