Green Man BD

সাতক্ষীরার তালায় নানা উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উদযাপন করেছে যুব সংগঠন গ্রীন ম্যান।

রবিবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ৮৮ নং মাঝিয়াড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চিত্রাংকন ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করে সংগঠনটি।

প্রতিযোগিতায় বিদ্যলয়টির তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা স্বতস্ফুর্ত ভাবে অংশগ্রহণ করে। প্রতিযোগিতার পাশাপাশি বঙ্গবন্ধুর ভাষণ, দেশাত্মবোধক গান, কবিতা ও নৃত্য পরিবেশন করে বিদ্যালয়টির শিক্ষার্থীরা।

কুইজ প্রতিযোগিতায় ১ম হয়েছে আল ইকরাম মোড়ল , দ্বিতীয় হয়েছে মেহেবুবা ও তৃতীয় হয়েছে নম্রতা পাল এবং চিত্রাংকন প্রযোগিতায় বিজয়ী হয়েছে আল ইকরাম মোড়ল।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিদ্যালয়টির প্রধান শিক্ষিকা (ভারপ্রাপ্ত) রত্না রাণী পাল ও শিক্ষকমণ্ডলী।

এসময় সেখানে আরও উপস্থিত ছিলেন গ্রীন ম্যানের প্রতিষ্ঠাতা ইমরান রাব্বি, সিনিয়র সদস্য সুজয় চক্রবর্তী, কাজী মুজাদ্দিদ, নিশাত শাহিন নোভা, সাবিহা সুলতানা রত্না, শ্রাবন্তী সুলতানা ঐশী, মোনালিসা মিরা প্রমূখ।

এর আগে সকালে তালার কেন্দ্রীয় স্মৃতিসৌধে বীর শহীদদের স্মরণে পুষ্পমাল্য অর্পণ করে গ্রীন ম্যানের একটি প্রতিনিধি দল।

প্রসঙ্গত, ২০১৭ সাল থেকে ‘শান্তিতে, শিক্ষায়, সবুজায়নে আমরা ‘ এই স্লোগানকে সামনে রেখে কাজ করছে যুব সংগঠন গ্রীন ম্যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *